<iframe src="https://www.facebook.com/plugins/likebox.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fhowtocode.com.bd&width&height=62&colorscheme=light&show_faces=false&header=false&stream=false&show_border=false&appId=353725671441956" scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden; height:62px; margin-left:-15px;" allowTransparency="true"></iframe>

কোর্স এর মুল পাতা | HowToCode মুল সাইট | সবার জন্য প্রোগ্রামিং ব্লগ

বাংলায় পিএইচপি


cover

প্রারম্ভিকা

বর্তমান যুগে ওয়েব অটোমেশনের জন্য একটি বিশ্বস্ত নাম - পিএইচপি । পিএইচপি একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার সূচনাই হয়েছিলো ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য । দিনে দিনে পিএইচপির জনপ্রিয়তা বাড়তে বাড়তে ওয়েব আজ তার আধিপত্য অদ্বিতীয় । বিশ্বের প্রায় ৮২% (রেফ: ১) ওয়েবসাইটই কোন না কোনভাবে পিএইচপির উপর নির্ভরশীল । ফেইসবুকের একটা বিরাট অংশ ডেভেলপ করা পিএইচপিতে । তারা পিএইচপির উপর এতটাই নির্ভরশীল যে ফেইসবুক নিজেরাই পিএইচপির উন্নয়নের জন্য নতুন পিএইচপি ইনজিন (HHVM) রিলিজ করে । উইকিপিডিয়াও কিন্তু ডেভেলপ করা পিএইচপিতে । পিএইচপির প্রবল জনপ্রিয়তা আর চাহিদার কথা চিন্তা করে গুগল সম্প্রতি তাদের এ্যাপ ইনজিন প্ল্যাটফর্মে পিএইচপি সাপোর্ট যোগ করে । আসলে যেখানে ওয়েবের ৮২%-ই পিএইচপি ব্যবহার করে সেখানে উদাহরণ খুজঁতে গেলে হাজার হাজার নমুনা পাওয়া যাবে । ওয়েব নির্ভর প্রজেক্টগুলোতে তাই পিএইচপি ডেভেলপারদের চাহিদাও ব্যাপক ।

রেফারেন্স: (১) http://php.net/usage.php

ট্রেইনিং ম্যাটেরিয়াল

এই বইটি লেখার প্রয়োজনীয়তা প্রথম অনুভব করি রাইটসাইট - ট্রান্সেন্ডিও পিএইচপি ট্রেইনিং এর প্রথম সেশন চলাকালীন সময় । মূলত এই কোর্সের সিলেবাস থেকেই বইটি লেখা । আমাদের দেশে গতানুগতিক ধারার ট্রেইনিং এর বাইরে কিছু করার ইচ্ছা থেকেই আমি এই ট্রেইনিং সেশন শুরু করি । এখানে শিক্ষার্থীদের কে সপ্তাহে ৮ঘন্টা ক্লাসের পাশাপাশি আরো প্রায় ২০ ঘন্টার হোমওয়ার্ক করতে হয় । করতে হয় প্রেজেন্টেশন ও গ্রুপ ডিসকাশন । এসবের জন্য দরকার হয় নানা ধরনের রিসোর্স, সময় দিতে হয় হ্যাকার নিউজ, রেডিট কিংবা স্ট্যাক ওভারফ্লোতে । আমার প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই সব এক্সটার্নাল রিসোর্স এর পাশাপাশি একটি হ্যান্ডবুক প্রোভাইড করার ইচ্ছা থেকেই এই বইটি লেখা ।

আশা করি আমার ট্রেইনিং এ অংশগ্রহনকারীদের বাইরেও আরও অনেকে উপকৃত হবেন এই বইয়ের কন্টেন্ট থেকে ।

ওপেন সোর্স

বইটির কন্টেন্ট ওপেন সোর্স । আপনিও অবদান রাখতে পারেন গিটহাব রিপোজিটরিতে । আপনার অবদানও অবদান কারীদের তালিকায় যুক্ত করা হবে ।

এছাড়া যে কোন ধরনের সাজেশন বা ফিডব্যাক ইমেইল করতে পারেন: masnun [at] transcendio.net এই ঠিকানায় ।

<iframe src="https://www.facebook.com/plugins/like.php?href=http%3A%2F%2Fphp.howtocode.com.bd&width&layout=button_count&action=like&show_faces=false&share=true&height=21&appId=353725671441956" scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden; height:21px;" allowTransparency="true"></iframe>