মুক্ত কিবোর্ড লেআউটটি বাংলা ফোনেটিকের উপর ভিত্তি করে বানানো ফিক্সড ফোনেটিক কিবোর্ড লেআউট। এটি মূলত লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমে ব্যবহার করার জন্যে তৈরি করা হয়েছে যা ibus-m17n এবং fcitx5-m17n এর মাধ্যমে ব্যবহার করা যাবে। ফ্রি এবং ওপেন সোর্স এই কিবোর্ড লেআউটটি অভ্র, প্রভাত, গতি, ইউনিজয় ইত্যাদি কিবোর্ড লেআউট থেকে অনুপ্রাণিত।
-
স্বরবর্ণগুলোকে ইউনিজয় লেআউটের মত করা হয়েছে। যেমনঃ
আ = h + a ই = h + i ঈ = h + I এ = h + e ঐ = h + E ও = h + o ঔ = h + O
-
কার চিহ্ন, ফলা চিহ্নগুলো অন্য কোনো কী-র সহায়তা ছাড়াই ব্যবহার করা যায়। কমা, ফুলস্টপ, প্রশ্নবোধক কী-তে কোনো অক্ষর রাখা হয়নি- যেহেতু এগুলো বহুল ব্যবহৃত। এছাড়া কার চিহ্নগুলোর কী-তেও সরাসরি কোনো অক্ষর রাখা হয়নি।
-
যুক্তবর্ণ তৈরি করতে হসন্ত (্) ব্যবহার করুতে হবে। যেমন: ক্ত = k+h+f
-
ড় অক্ষরটি রাখা হয়েছে ড এর সাথে। ড় টাইপ করা যাবে দুইভাবেঃ
ড় = Alt + d অথবা h + d
-
Zero Widhth Joiner রাখা হয়েছে h অক্ষরে। এটিও টাইপ করা যাবে দুইভাবেঃ
ZWJ = hh অথবা Alt+h ব্যবহার/উদাহরণঃ র্যাম = r + hh + z + a + m
-
য অক্ষরটি দুইভাবে টাইপ করা যাবেঃ
য = Y অথবা hz
-
॥ টাইপ করতে হলে h + . চাপুন।
-
ডট (.) চিহ্ন লেআউট না পাল্টেই দেয়া যাবে মুক্ত লেআউটে। ডট দিবেন Alt+. চেপে।
মুক্ত লেআউট আপাতত শুধু লিনাক্স চালিত কম্পিউটারগুলোতে চলবে। প্রথমেই দেখে নিন আপনার লিনাক্স ডিস্ট্রোটিতে ibus, ibus-m17n
অথবা `fcitx5, fcitx5-m17n`এ দুইটি প্যাকেজ ইন্সটল করা আছে কিনা। না থাকলে ইনস্টল করে নিন:
ibus এর জন্যেঃ
sudo apt install ibus ibus-m17n
fcitx5 এর জন্যেঃ
sudo apt install fcitx5 fcitx5-m17n
ibus এর জন্যেঃ
sudo pacman -S ibus ibus-m17n
fcitx5 এর জন্যেঃ
sudo pacman -S ibus ibus-m17n
ibus এর জন্যেঃ
sudo dnf install ibus ibus-m17n
fcitx5 এর জন্যেঃ
sudo dnf install fcitx5 fcitx5-m17n
git clone https://github.com/asifakonjee/mukto-keyboard.git
cd mukto-keyboard
sudo cp bn-mukto.mim /usr/share/m17n/
sudo cp bn-mukto.png /usr/share/m17n/icons/
এরপর ibus/fcitx5 থেকে Bangla - mukto (m17n) লেআউটটি যুক্ত করে নিবেন। এবার আপনার ডিস্ট্রো থেকে লগআউট করে আবার লগইন করুন। সবশেষে নিচের প্যানেলে লক্ষ্য করুন। ক্লিক করলে মুক্ত কে পেয়ে যাবেন।
এই প্রজেক্টটি জিপিএল ৩ লাইসেন্সের অধীন।