অনেকেই রিকুয়েস্ট করেছিলো যাতে কোর্স প্ল্যান করার ওয়েবসাইট টা আবার লাইভ করি। আবার অনেকে জানতে চেয়েছিল যে এই ডাটা কোথা থেকে আসে এবং জিনিসটা কিভাবে তৈরি করা। তাই ভাবলাম টুলস টা যেন সব সময় ব্যাবহার করা যায় সেভাবেই আপডেট করি।
সিমুলেটর লিংকঃ https://usissim.com
কোর্স গুলা USIS এর Class Schedule থেকে পার্স করা । Class Schedule পার্স করার অপশন টা পাবলিক করে রেখেছি।সেখান USIS ইমেইল আর পাসওয়ার্ড দিয়ে কোর্স পার্স করা যাবে। ইমেইল এবং পাসওইয়ার্ড ডাটা পার্স এর ক্ষেত্রে ব্যাবহার করা হয়।কোন ইমেইল বা পাসওয়ার্ড সেভ করে রাখা হয় না।
কোর্সের ডাটা আপডেট রিকুয়েস্ট করার পর একটি নির্সিষ্ট টাইম পরে তা আপডেট হবে। অটো আপডেট ডিসেবল করে রাখা হয়েছে। ফিচার সবকিছু আগের মতই আছে। UI টা যথেষ্ট ক্লিন রাখার চেষ্টা করেছি।
আর যারা জানতে চেয়েছিলেন যে এটা কিভাবে তৈরি করা/কিভাবে কাজ করে, তাদের জন্য প্রজেক্টটি ওপেন সোর্স করে দেয়া।
গিটহাব লিংকঃ https://github.com/rafathossain/Bracu-Course-Simulator
কোন সাজেশন/মডিফিকেশন/আপগ্রেড রিকুয়েস্ট থাকলে কমেন্টে জানাতে পারেন। অথবা আমাকে ইমেইল (sayhi@rafat.me) করতে পারেন।
ধন্যবাদ ❤
rafathossain/Bracu-Course-Simulator
Bracu Course Simulator Application for simulating course plan and view exam dates and times
JavaScript