আস্সালামু আলাইকুম। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্টের সাথে জড়িত তাদের প্রায় সকলেই কমবেশি ওয়েব ফন্ট সম্পর্কে জানি। আর এক্ষেত্রে যে সাইটটি আমাদের কাছে সবচেয়ে প্রিয় তা হলো গুগল ফন্ট। এতে রয়েছে দারুন দারুন সব ইংরেজি ফন্ট যা ব্যবহৃত হচ্ছে বিশ্বের হাজারো ওয়েবসাইটে। কিন্তু বাংলার জন্য এমন কোনো ফন্ট সোর্স না থাকায় বাংলায় ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে আমরা তেমন একটা স্বস্তি বোধ করি না। কারণ, ব্যবহারকারীর কম্পিউটারে যদি আমাদের ব্যবহৃত বাংলা ফন্টটি না থাকে তাহলে সাইটটি তার ব্রাউজারে খুব একটা ভালো দেখায় না। তাই এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে কিছু উন্মুক্ত বাংলা ফন্টকে ওয়েবে ব্যবহারোপযোগী করে তোলার জন্যই আমার এই ছোট্ট উদ্যোগ। আশা করি বাংলাদেশি ডেভেলপারগণ এই ছোট্ট উদ্যোগ থেকে সামান্য হলেও উপকৃত হবেন। ধন্যবাদ।
✒️ সোলাইমানলিপি
✒️ একুশে লোহিত
✒️ নোটো স্যান্স বেঙ্গলি
✒️ হিন্দ শিলিগুড়ি
✒️ আমার বাংলা শাপলা
✒️ বসন্ত
✒️ আত্মা
✒️ দুর্বার
✒️ গলাদা
✒️ বালু দা
✒️ চারু চন্দন ইউনিকোড
✒️ চারুকলা রেগুলার ইউনিকোড
আপনার অসাধারণ প্রজেক্টে বাংলা ফন্টগুলো ব্যবহার করতে চাইলে এই লিংকে গিয়ে সবগুলো ফন্টের প্রিভিউ ও ব্যবহারবিধি দেখে নিন।
তালিকায় নেই এমন কোনো উন্মুক্ত ইউনিকোড বাংলা ফন্ট যোগ করতে চাইলে আপনার ফন্টের TTF ফাইল কিংবা ডাউনলোড লিংকটি ইমেইল করুন hello@shahids.me এই ঠিকানায়।
তালিকাবদ্ধ যেকোনো ফন্ট আপনি আপনার যেকোনো ধরনের প্রজেক্টেই ব্যবহার করতে পারবেন কোনো রকম দায়বদ্ধতা ছাড়াই।